নদীর উপর অবৈধভাবে বিভিন্ন ধরনের স্থাপনা গড়ে তুলছে অসাধু আর প্রভাবশালী ভূমিদস্যুরা

- আপডেট সময় : ১২:৪২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
সাভারের ভাকুর্তায় বুড়িগঙ্গা নদীর উপর অবৈধভাবে বিভিন্ন ধরনের স্থাপনা গড়ে তুলছে অসাধু আর প্রভাবশালী ভূমিদস্যুরা। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানালেন, উপজেলার সীমানাকেন্দ্রিক জটিলতা থাকায় প্রশাসনের পক্ষ থেকেও আইনগত পদক্ষেপ নিতে পারছে না তারা।
সাভারের ভাকুর্তার সীমানা ঘেষে বয়ে গেছে বুড়িগঙ্গার শাখা নদী। এক সময়ের খরস্রোতা বুড়িগঙ্গার এই শাখা নদী ভূমিদস্যুদের কড়ালগ্রাসে আজ মৃত প্রায়। স্থানীয় প্রভাবশালীরা দখল করে নিচ্ছে নদীর জমি।নদীর বুক চিরে গড়ে তুলেছেন বহুতল ভবন,বাণিজ্যিক প্রতিষ্ঠান।
দখল করা জমি সরকার চাইলে ফিরিয়ে দেয়ার কথা জানালেও অনেকে আবার নদীর জমি নিজেদের বলে দাবী করেন। ঘটনাস্থল পরিদর্শন করে সীমানা নির্ধারণের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে জানান সাভার উপজেলার এই ভূমি কর্মকর্তা। এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, সীমানা সংক্রান্ত জটিলতা থাকায় প্রশাসনও কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না।