নদীপথে দক্ষিণাঞ্চলের চারটি রুটেই ঘরমুখী যাত্রীদের ভীড়
- আপডেট সময় : ১০:২৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
নদীপথে দক্ষিণাঞ্চলের চারটি রুটেই সকাল থেকে ছিল ঘরমুখী যাত্রীদের ভীড়। তবে দুপুরের পর কমতে থাকে সেই ভীড়। বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক কবির হোসেন জানান, বৃষ্টির কারণে আর সদরঘাটের আশেপাশের সড়কে যানজটের ফলে ভোগান্তির শিকার যাত্রীরা এখন এই রুটে চলাচলে আগ্রহ হারাচ্ছেন।
রাত পোহালেই ঈদ। শেষ মুহূর্তে যে যেভাবে পারছেন বাড়ি ফিরছেন। একটু স্বাচ্ছন্দে যাওয়ার জন্য দক্ষিণাঞ্চলের যাত্রীরা বেছে নিয়েছেন লঞ্চযাত্রা।
যাত্রীরা জানান, পদ্মাসেতু চালুর পর সদরঘাটে আর আগের মতো ভীড়-ভাট্টা নেই। লঞ্চ কর্তৃপক্ষ জানান, একদিকে যাত্রী কম। অন্যদিকে তেলের দাম বাড়ার পর লোকসানে পড়েছেন তারা। ঈদের পর লোকসান দিয়ে এভাবে আর লঞ্চ চালাবেন না তারা।
বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক কবির হোসেন জানান, বৃষ্টির কারণে নৌরুটে যাত্রীচাপ আরো কমে গেছে।
১০০টির বেশি লঞ্চ এদিন সদরঘাট ছেড়ে গেছে : মোঃ কবির হোসেন, যুগ্ম পরিচালক, নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ, বিআইডব্লিউটিএ