নতুন শিক্ষা কার্যক্রম নিয়ে কোচিং ব্যবসায়ীরা মাথা চাড়া দিয়ে উঠেছে : দীপু মনি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৩:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
- / ১৯৫২ বার পড়া হয়েছে
শিক্ষা নিয়ে নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দল গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। তিনি এসময় শিক্ষার্থীদের গুজবে কান না দেয়ার পরামর্শ দেন।
দুপুরে ইডেন মহিলা কলেজের সার্ধশতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, নতুন শিক্ষা কার্যক্রম নিয়ে কোচিং ব্যবসায়ীরা মাথা চাড়া দিয়ে উঠেছে। কেননা তাদের শিক্ষা নিয়ে ব্যবসা বাণিজ্য চলবে না। এসময় তিনি আরও বলেন, দেশের জনগণ কখনোই জ্বালাও পোড়াও ভাংচুর যারা করে তাদের প্রশ্রয় দিবে না বলে জানায় শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরাসহ আরও অনেকে।