নতুন মহিলা উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করছে দিনাজপুর উইমেন চেম্বার অব কমার্স

- আপডেট সময় : ০৭:১৬:০৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে নতুন মহিলা উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করছে দিনাজপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রি ।
“নারী আমাদের মোট জনসংখ্যার অর্ধেক। সেই নারীকে উন্নয়নের মূলস্রোতে আনার ব্যাপক পরিকল্পনা নিয়েছে সরকার। নতুন নতুন নারী উদ্যোক্তা তৈরী ও তাদের আর্থিক সহায়তা প্রদানে সরকার বিভিন্ন বেসরকারী সংস্থার মাধ্যমে। কিন্তু একটি স্বার্থান্বেশী মহল প্রধান মন্ত্রীর এই মহতী উদ্যোগকে ভেস্তে দিতে উঠে পড়ে লেগেছে। এরি প্রতিবাদে দিনাজপুর প্রেসক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলনের তীব্র প্রতিবাদ জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দিনাজপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রি-এর সভাপতি মোছাঃ জান্নাতুস সাফা শাহিনুর। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ছাড়াও জেলার ১৩টি উপজেলা থেকে আগত নতুন ২০০ জন মহিলা উদ্যোক্তারা অংশ নেয়।