নতুন নির্বাচন কমিশনের প্রথম সংলাপ আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
নতুন নির্বাচন কমিশনের প্রথম সংলপ আজ। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ তৈরির পরিকল্পনা প্রণয়নে শিক্ষাবিদের সঙ্গে আলোচনা করবে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল কমিশন।
বিকেল ৩টায় সভাটি শুরু হবে নির্বাচন ভবনের সভাকক্ষে। সংলাপের পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ তৈরি করা হবে। বর্তমান কমিশন সবার সঙ্গে পরামর্শ করে রোডম্যাপের কাজে হাত দিতে চায়। পর্যায়ক্রমে রাষ্ট্রবিজ্ঞানী, নির্বাচন বিশ্লেষক, সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আগামী নির্বাচন নিয়ে আলোচনা করা হবে। গত ২৬ ফেব্রুয়ারি নতুন কমিশন নিয়োগ দেন রাষ্ট্রপতি। কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশনের অধীনেই আগামী ২০২৩ সালে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।










