নজরদারির অভাবে নষ্ট হচ্ছে ময়মনসিংহ রেলস্টেশনে পড়ে থাকা বিভিন্ন যন্ত্রাংশ

- আপডেট সময় : ১০:৪৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৮৩৪ বার পড়া হয়েছে
নজরদারি আর রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে ময়মনসিংহ রেলস্টেশনে পড়ে থাকা বিভিন্ন যন্ত্রাংশ। পাশাপাশি চুরিও হচ্ছে এসব মূল্যবান জিনিস। নিরাপত্তার ঘাটতি থাকায় প্রতিনিয়ত এখানে ঘটছে বিভিন্ন অপরাধসহ অসামাজিক কার্যকলাপ। রেল কর্তৃপক্ষ বলছে, রেলের পুরনো যন্ত্রাংশগুলো মেরামত করে পুনরায় ব্যবহারের জন্য রাখা হয়েছে।
ময়মনসিংহের রেলওয়ে জংশন স্টেশনের চিত্র। এভাবেই বছরের পর বছর খোলা আকাশের নিচে পড়ে নষ্ট হচ্ছে রেলের লাখ লাখ টাকার যন্ত্রাংশ। অনেক জায়গায় রেল লাইনের স্লিপার মাটির নিচে চাপা পড়ে প্রায় ধ্বংসের পথে।
সরকারের এসব মূল্যবান সম্পদ দেখভাল করার লোক থাকলেও সেগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ হচ্ছে না। এ সুযোগে মাঝে মধ্যেই হচ্ছে যন্ত্রাংশ চুরি। চলে অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অপরাধ।
পরিত্যক্ত রেলের যন্ত্রাংশ সচল করে পুনরায় ব্যবহারের জন্য ওয়ার্কশপে পাঠানো হচ্ছে বলেও অভিযাগ রয়েছে।
রেল স্টেশন কর্তৃপক্ষকে অপরাধ সম্পর্কে তথ্য দেয়ার আহ্বান জানান রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা।
রেলপথের অকেজো যন্ত্রাংশ বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার এবং প্রয়োজনীয় যন্ত্রাংশগুলো সঠিক রক্ষণাবেক্ষণের দাবি সচেতন মহলের।