আ’লীগ কর্মী হত্যা মামলার আসামীদের প্রশ্রয় দেয়ার অভিযোগ খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
নওগাঁর পোরশায় আওয়ামী লীগ কর্মী ও সাবেক ইউপি সদস্য আতিফর রহমান হত্যা মামলার আসামীদের প্রশ্রয় দেয়ার অভিযোগ উঠেছে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে।
সংবাদ সম্মেলনে নিহতের ছেলে মেহেদী হাসান রানা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের পর খাদ্যমন্ত্রী বিচারে বার বার সহযোগিতার আশ্বাস দিয়েছেন। কিন্তু এখন তিনি রহস্যজনক নীরবতা পালন করছেন। এমন কি সহযোগিতা চাইতে গেলে তাড়িয়ে দিচ্ছেন। এজাহারভূক্ত আসামীদের নাম বাদ দিয়ে চার্জশীট দেয়ার প্রতিবাদ করায় গোটা পরিবারকেই বাড়ি ছাড়া হতে হয়েছে। আসামীদের হুমকিতে পোরশা থেকে পালিয়ে এখন রাজশাহীতে থাকছেন তারা। পূর্ব শত্রুতার জেরে ২০১৭ সালের ৭ অক্টোবর আতিফরকে হত্যা করা হয়।

















