নওগাঁয় সেনা সদস্যের পিতার হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৯:৩২ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
নওগাঁর ধামইরহাটে সেনা সদস্যের পিতার হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে উপজেলা প্রেসক্লাব মিলনায়তনের এই সংবাদ সম্মেলন করেন সেনা সদস্য কাইফুল ইসলাম। তিনি বলেন, গত ২২ জুলাই উদয়শ্রী গ্রামে নিজ বাড়ির প্রাচীর নির্মাণের সময় প্রতিবেশী আব্দুল গনির পরিবার বাধা দিলে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে গনির লোকজন বাঁশ ও রড দিয়ে এলোপাতাড়ী মারধোর করলে তার বাবা ইসমাইল হোসেন গুরুত্বর জখম হন। উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া মেডিক্যালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। সেনা সদস্য জানান, ঘটনার পর ১২ জনকে আসামী করে হত্যা মামলা হলেও মূল আসামীসহ অধিকাংশরাই রয়েছে ধরাছোঁয়ার বাইরে। এ সময় দ্রুত আসামীদের গ্রেফতার করে আইনী শাস্তি নিশ্চিতের দাবী জানানো হয়।