নওগাঁয় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৭২ বার পড়া হয়েছে
নওগাঁয় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। সকালে সদর উপজেলার লস্করপুর নামক রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয়রা জানায়, সকালে রাস্তার পাশে একটি মরদেহ দেখতে পায় তারা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত যুবকের দুই চোখ উপড়ে ফেলা হয়েছে এবং তার লিঙ্গ কেটে ফেলা হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়া গেলে দ্রুত ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করা হবে।