নওগাঁর হাটগুলোতে হঠাৎ নিম্নমুখী ধানের দাম
- আপডেট সময় : ১০:৪৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / ১৬৯৩ বার পড়া হয়েছে
নওগাঁর হাটগুলোতে হঠাৎ নিম্নমুখী ধানের দাম। গেলো বছরগুলোর তুলনায় প্রকারভেদে প্রতি মণে অন্তত ৩’শ টাকা কমে বিক্রি হচ্ছে ধান। অথচ সপ্তাহের ব্যবধানে বাজারে বেড়েছে চালের দর। মিল মালিক আর খাদ্য বিভাগের দাবি; হাটগুলোতে ধানের আমদানি কম হওয়ায় কিছুটা বেড়েছে পুরাতন চালের দাম।
সকাল সকাল জমজমাট নওগাঁর আবাদপুকুর ধানের হাট। যেখানে সবচেয়ে বেশি কেনা-বেচা হয় মোটা জাতের ধান। আছে চিকনেরও আমদানী।
প্রতি মণ স্বর্ণা-৫ ধান বিক্রি হচ্ছে ১১’শ টাকা দরে। যা গত বারের চেয়ে অন্তত ৩’শ টাকা কম। এ ছাড়াও ব্রি-২৯, জিরাশাইল ও কাটারীর দাম দেড় থেকে ২’শ টাকা পর্যন্ত কম। কৃষকদের অভিযোগ, সরকারের বেঁধে দেয়া দাম কোনভাবেই পাচ্ছেন না তারা। হাল সময়ে ধানের উৎপাদন খরচ অনেক বেড়ে যাওয়ায় এই দামে লোকসান হচ্ছে তাদের।
এদিকে ধানের নিম্নমুখি দামেও চড়া চালের বাজার। নওগাঁর বাজারে কাটারি ও জিরা চাল বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে। যা সপ্তাহ আগেও ছিল অন্তত ৩ টাকা কম। তবে স্থিতিশীল আছে মোটা চালের বাজার। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, মিলগুলোতে ধান মজুদ রেখেই সংকট বাড়াচ্ছে মিলাররা।
মিল মালিক ও খাদ্য বিভাগের দাবী, নতুন নয়; কিছুটা বেড়েছে পুরাতন চালের দাম। বাজার ঠিক রাখতে অব্যাহত আছে মজুদ বিরোধী অভিযান।
নওগাঁর মিলগুলো থেকে প্রতিদিন গড়ে প্রায় ২ হাজার মেট্রিকটন চাল উৎপাদন হয়ে থাকে।
















