নওগাঁর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২১:৩৭ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
নওগাঁর সান্তাহার উপজেলার হাপানিয়া সীমান্তে বিএসএফের গুলিতে মকবুল হোসেন ওরফে সালাউদ্দিন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।
বিজিবি’র লেফটেন্যান্ট কর্নেল কবির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহত যুবক উপজেলার গোয়ালা ইউনিয়নের কৃষ্ণস্বদা গ্রামের আলাউদ্দিন হোসেনের ছেলে। সালাউদ্দিন একজন গরু ব্যবসায়ী ছিলেন। ভারত সীমান্তের ২শ’ গজ ভেতরে মরদেহ পাওয়া যায়। হস্তান্তরের বিষয়ে বিএসএফ’র সাথে আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান। স্থানীয়রা বলেন, সকালে মাঠে কাজ করতে গিয়ে তারা মরদেহ দেখতে পেয়ে বিজিবি ক্যাম্পে খবর দেন।