নওগাঁর সড়ক সংস্কারের নামে নির্বিচারে কাটা হচ্ছে ঔষধি গাছ
- আপডেট সময় : ০৫:৫১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / ১৫০৫ বার পড়া হয়েছে
নওগাঁর মহাদেবপুরে সড়ক সংস্কারের নামে নির্বিচারে কাটা হচ্ছে ঔষধি গাছ। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। পরিবেশবিদরা বলছেন, গাছ না কেটেই প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব।
সড়কের দু’পাশে ছিলো সবুজের ছোঁয়া। চোখ মেললেলই প্রাণ জুড়িয়ে যেতো প্রকৃতির মায়া’য়। গ্রামীণ পথের দু’ধারে সারি সারি অর্জুন গাছের এমন দৃশ্য মন ভরিয়ে দেয় সবার। নওগাঁর মহাদেবপুরে জন্তিগ্রাম থেকে কদমতলী সড়কে প্রায় দুই কিলোমিটারে আছে ৬ শতাধিক অর্জুন গাছ।
সম্প্রতি সড়ক প্রশস্ত করনে কাটা হচ্ছে গাছগুলো। এ নিয়ে ক্ষোভ এলাকাবাসীর, বিক্ষুব্ধ পরিবেশবাদীরাও। নির্বিচারে গাছ কেটে সড়ক উন্নয়নের পক্ষে নেই তারা।
ঠিকাদারের বক্তব্য, টেন্ডারের মাধ্যমে সর্বোচ্চ মূল্য দিয়ে পেয়েছেন গাছ কাটার অনুমতি।
স্থানীয় সরকার বিভাগ সড়ক প্রশস্ত করতে গাছ কাটার অনুমতি দিয়েছে। কিন্তু, ঐ গাছের মালিকানা দাবি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের। তাদের বক্তব্য, নতুন করে লাগানো হবে নতুন করে আরো গাছ।
স্থানীয়রা চাচ্ছেন পরিবেশবান্ধব উন্নয়ন। তাই অবশিষ্ট গাছ যেনো কাটা না হয় সে দাবি সবারই।



















