নওগাঁর মান্দায় শয়নঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
নওগাঁর মান্দায় শয়নঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আকলিমা বেগম ওই গ্রামের মৃত নুর উদ্দিনের স্ত্রী। স্থানীয়রা জানায়, দীর্ঘ সময় দরজার আকলিমার ঘরের দরজায় তালা বন্ধ থাকায় স্থানীয়রা তালা ভেঙ্গে করে প্রবেশ করে। পরে, খাটের নিচে রক্তাক্ত অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে, পুলিশকে খবর দেয়া হয়। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিনুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে জন্য তাঁর পুত্রবধূ লাইলি বেগমকে আটক করা হয়েছে।























