নওগাঁর বদলগাছীতে একটি বহুতল ভবনে মাদক তৈরির কারখানার সন্ধান
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ১২:০৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০
 - / ১৫৮৭ বার পড়া হয়েছে
 
নওগাঁর বদলগাছীতে একটি বহুতল ভবনে মাদক তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।
শনিবার রাতে পুলিশ ওই কারখানায় অভিযান চালায়। এ সময় প্রায় কোটি টাকা মূল্যের মাদক ও মাদক তৈরীর কাচামালসহ যন্ত্রাপাতি জব্দ করা হয়।পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া জানান, গত ৩ মাস আগে বদলগাছী উপজেলার বৈরাগী পাড়ায় পরিবহন ব্যবসার কথা বলে আশরাফুল ইসলাম নামে এক ব্যাক্তির বহুতল বাড়ি ভাড়া নেয় পত্নীতলার নাজমুল হোসেন।এরপর গোপনে গড়ে তোলে হেরোইন, ইয়াবা ও ফেনসিডিল তৈরীর কারখানা। সেখানে তৈরীকৃত মাদক প্যাকেটজাত করে বাজারে বিক্রি করতো তারা। অভিযানের সময় আটক করা হয় নাজমুলের স্ত্রী লাবনিকে।
																			
																		















