নওগাঁয় সাংবাদিকের ওপর হামলা, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

- আপডেট সময় : ১২:৩৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
নওগাঁর মহাদেবপুর উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসের ও দলিল লেখক সমিতির অনিয়ম ও দুর্নীতির তথ্য চিত্র সংগ্রহ করতে গিয়ে নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডিবিসি নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক একে সাজুর উপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার বিকাল ৫টায় সাব-রেজিস্ট্রার অফিসের ভিতরে এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি আহত অবস্থায় নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসাধীন সাংবাদিক একে সাজু জানান, গত দুই দিন থেকে মহাদেবপুর সাব-রেজিস্ট্রার অফিসে রাত ১১টা পর্যন্ত জমি রেজিস্ট্রি হচ্ছে এমন সংবাদের খবর পেয়ে বুধবার বিকালে আমি সাব-রেজিস্ট্রি অফিসের বাহিরের রাস্তায় দাঁড়িয়ে স্থানীয়দের সাথে কথা বলতেছিলাম। এমন সময় হঠাৎ করে দেখি সাব- রেজিস্ট্রি অফিসের ভিতরে জমি রেজিস্ট্রি নিয়ে দলিল দাতা গ্রহীতাদের মাঝে মারামারি শুরু হয়। সেই সময় আমি সেই মারামারির ভিডিও ধারণ করতে থাকি। এমন সময় একজন এসে আমাকে ভিডিও করতে বাঁধা দেয়, তখন আমি তার পরিচয় জানতে চাইলে সে বলে থানার লোক কোন ভিডিও করা যাবে না, তখন আমি বলি কেন ভিডিও করবো না। তার সাথে কথার কাটাকাটির এক পর্যায়ে সে আমার শাটের কলার ধরে ধাক্কাতে ধাক্কাতে সাব রেজিস্ট্রি অফিসের ভিতরে নিয়ে গিয়ে কেঁচি গেট লাগিয়ে দিয়ে প্রায় ১৫ থেকে ২০ জন চারদিক থেকে ঘিরে রেখে অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে। এ সময় আমার কাছে থাকা ক্যামেরা ও মোবাইল ফোন, ইয়ার ফোন ও ডিবিসি টেলিভিশনের পরিচয় পত্র ( আইডি কার্ড) ছিনিয়ে নিয়ে আমাকে আটক করে রাখে।
পরে খবর পেয়ে স্থানীয় সাংবাদিক ও পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর অবস্থা হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
হামলাকারীদের নামে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ঘটনায় মহাদেবপুর থানার ওসি মো. শাহীন রেজা বলেন, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। থানায় অভিযোগ দিলে এ ঘটনায় যারাই জড়িত থাক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সাংবাদিক একে সাজুর উপর হামলার খবর ছড়িয়ে পরলে জেলায় কর্মরত সাংবাদিকরা হাসপাতালে ছুটে যান এবং সাংবাদিকের উপর এমন হামলার ঘটনায় জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন থেকে এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।