নওগাঁয় জেঁকে বসেছে শীত, বিপর্যস্ত জনজীবন
- আপডেট সময় : ০৭:১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / ১৫০৫ বার পড়া হয়েছে
উত্তরের জনপদ নওগাঁয় জেঁকে বসেছে শীত। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঘন কুয়াশা আর কনকনে শীতে বিপাকে পড়েছেন শ্রমজীবী খেটে খাওয়া সাধারণ মানুষ। কুয়াশার কারণে, সকাল-বিকাল হেডলাইট জ্বালিয়েই চলাচল করছে, যানবাহন।
কুয়াশার চাদরে মোড়ানো প্রকৃতির আড়-মোড়া ভাঙছে অলস সকালে। অনেক দেরিতে ঘুম ভাঙছে চিরচেনা গ্রাম বাংলার। ভোরের হিমেল বাতাস জানান দিচ্ছে শীতের। উত্তরের হিমেল হাওয়ায় যুবুথুবু প্রাণ-প্রকৃতি খুঁজে ফেরে উষ্ণতা।
শীত নেমেছে উত্তরের জনপদ নওগাঁয়। অধিকাংশ সময় ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। স্থানীয়দের মতে এবার শীত কিছুটা দেরিতে নেমেছে, যদিও প্রকোপ থাকতে পারে বেশি।
সূর্যোদয়ের সাথে সাথে পাল্লা দিয়ে মাঠে ব্যস্ত কৃষক। শীতের সবজি আর বিভিন্ন ফসলের জন্য কনকনে শীতকে উপেক্ষা করেই মাঠে। যেনো ফসল তুলতে ও রোপন করতে দেরি সয়না কৃষকের।
ঋতুপঞ্জিকায় শীতের স্থায়িত্ব কম হলেও এর প্রকোপ তুমুল। হইতো, মানুষের মনে ধরা দেয় গ্রাম বাংলার হাজারো ছবি শীতের ক্যানভাসে। শীত এভাবে জমাট বাঁধে সবুজের কচি ডগায় শব্দ হীন, নিশ্চুপ, হিমহিম আবেশে।



















