নওগাঁয় কিছুতেই কমছে না চালের দাম
- আপডেট সময় : ০২:৩৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / ২২৬৬ বার পড়া হয়েছে
ভরা মৌসুমেও নওগাঁয় কিছুতেই কমছে না চালের দর। সবধরনের চালের দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ৮ টাকা। প্রশাসনের নানা পদক্ষেপেও কোনো সুফল মিলছে না। খুচরা চাল ব্যবসায়ীদের অভিযোগ, মিল মালিক আর করপোরেট ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছে। আর মিল মালিকরা বলছেন, বাজার নিয়ন্ত্রণে আনতে ধান কেনা থেকে বিরত আছেন মিলাররা। বাজার নিয়ন্ত্রণে আসবে, বলছে জেলা খাদ্য বিভাগ।
ভরা মওসুমে বাজারে সরবরাহের কমতি নেই তবুও উর্দ্ধমূখী চালের বাজার। ধানের দাম বাড়ার অজুহাতে চালের দর বেড়েছে কেজিতে ৫ থেকে ৮ টাকা।আপস:….
খুচরা বাজারে প্রতিকেজি মোটা চাল ৫২ থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৬০ টাকা। আর চিকন চাল ৭২ থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকা। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, মিল মালিক আর করপোরেট ব্যবসায়ীদের কারণে বাড়ছে দাম। প্রশাসনের নজরদারি বাড়লেও মিলছে না সুফল।
স্বর্ণা-৫; ৫২ থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৬০ টাকায়। জিরা ৭২ থেকে বেড়ে ৭৮ টাকা, কাটারি ৭০ থেকে বেড়ে ৭৫ থেকে ৮০ টাকা, সুবলতা ৬৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মিলারদের দাবি; জেলার সিংহভাগ ধান উচ্চমূল্যে ক্রয় করছেন করপোরেট ব্যবসায়ী ও বাহিরে থেকে আসা ব্যবসায়ীরা। ফলে ধান কেনা থেকে বিরত থেকেও বাজার নিয়ন্ত্রণ করতে পারছেন না এ’ জেলার মিলাররা।
জেলা খাদ্য বিভাগ বলছেন, বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। শীঘ্রই নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন এ কর্মকর্তা।
মিল মালিকদের পরামর্শ, সরকারকে নির্ধারণ করতে হবে চালের বাজারদর। আর এভাবেই নিয়ন্ত্রণে আসবে ধান-চালের বাজার।




















