নওগাঁ-২ ধামইরহাট-পত্নীতলা আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক আর নেই

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
- / ২২১১ বার পড়া হয়েছে
নওগাঁ-২ ধামইরহাট-পত্নীতলা আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আর নেই। ভোরে ঢাকার একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
আগামী ৭ জানুয়ায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাতিল হওয়া মনোনয়নপত্র উচ্চ আদালতে রিট আবেদনের মাধ্যমে ফেরত পান তিনি। প্রার্থীতা ফিরে পেতে ঢাকায় অবস্থানকালে গত ২৭ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ৭৫ বয়সী আমিনুল হক মৃত্যুকালে স্ত্রী ও এক পুত্র সন্তান ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান।