নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ শুরু

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৫৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭৯৬ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় নির্বাচনের স্থগিত হওয়া নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এর আগে ভোর পাঁচটায় কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো হয়।
সকাল থেকেই ভোটাররা নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার প্রার্থী। জাপা ও দুই স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে লড়াই হবে নৌকা প্রার্থীর। স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুতে এ আসনে গত ৭ জানুয়ারির ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ১৩২। এরমধ্যে পুরুষ ১ লাখ ৭৭ হাজার ৫৭২, নারী ১ লাখ ৭৮ হাজার ৫৫৯ ও তৃতীয় লিঙ্গের ভোটার আছেন একজন। জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান জানিয়েছেন, নির্বাচনকে ঘিরে বিপুলসংখ্যক পুলিশ, আনসারের পাশাপাশি নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে।