নওগাঁ বাইপাস সড়কের সারি সারি তালগাছ মাথা কেটে ফেলায় জনমনে ক্ষোভ
- আপডেট সময় : ০৫:১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
- / ১৫০৭ বার পড়া হয়েছে
নওগাঁ বাইপাস সড়কের দুই পাশে সারি সারি তালগাছ পরিবেশের ভারসাম্য ও প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক। সম্প্রতি তালগাছগুলোর মাথা কেটে ফেলায় এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক ক্ষোভ।
নওগাঁর আঞ্চলিক বাইপাস সড়ক। দীর্ঘ দুই কিলোমিটার জুড়ে এই সড়কে রয়েছে অসংখ্য তাল গাছ।
সম্প্রতি নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি সড়কটির একপাশের প্রায় কয়েকশো গাছের মাথা কেটে দিয়েছে। ফলে ধীরে ধীরে মরতে শুরু করেছে তাল গাছগুলো। বিষয়টি নিয়ে ক্ষোভ জানান স্থানীয়রা।
পরিবেশবাদীরা বলছেন, বরেন্দ্র অঞ্চলে তুলনামূলকভাবে বজ্রপাতের হার অনেকটাই বেশি।ফলে এসব এলাকায় তাল গাছের প্রয়োজনীয়তা বেশি। এভাবে গাছ নিধন না করে রক্ষার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার প্রয়োজন।
সড়ক ও জনপথ অধিদপ্তরের ভূমি ব্যবস্থাপনা নীতিমালা ২০১৫ অনুযায়ী- সড়কের জয়গায় অনুমতি সাপেক্ষে সীমানার শেষ প্রান্ত ব্যবহার করার বিধান রয়েছে। কিন্তু সেই আইন মানেনি বিদ্যুৎ বিভাগ। এমনকি গাছ কাটা বা ছাঁটাইয়ের অনুমতিও নেয়নি তারা।
এ বিষয়ে জানতে চাইলে- মিয়ম মেনেই গাছ কাটার দাবি নেসকোর নওগাঁ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর।
গাছ রেখে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা দাবি জানান স্থানীয়রা।





















