ধানগাছ শুকিয়ে মারাত্মক ফলন বিপর্যয়ে পড়েছে কৃষক

- আপডেট সময় : ০৫:৪১:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩
- / ২০৩০ বার পড়া হয়েছে
কেউ আমন ধান কাটার তারিখ ঠিক করছেন, কেউ আবার শেষ মুর্হূতের পরিচর্যায় ব্যস্ত। আমন ধান পাকার ঠিক এমন সময়ে মেহেরপুর জেলায় ঝাঁকে ঝাঁকে বাদামি গাছ ফড়িংয়ের আক্রমণ শুরু হয়েছে। এসব পোকা চুষে খাচ্ছে ধান গাছের রস। এতে ধানগাছ শুকিয়ে মারাত্মক ফলন বিপর্যয়ে পড়েছে কৃষক। স্থানীয়ভাবে এ পোকা কারেন্ট পোকা নামে পরিচিত। এর আগে দেশের বিভিন্ন স্থানে কারেন্ট পোকার আক্রমণ হলেও মেহেরপুর জেলায় এবারই প্রথম।
মেহেরপুর জেলায় ধান গাছের গোড়ার দিকে পোকা বসে চুষে খাচ্ছে রস। এতে চিটায় পরিণত হচ্ছে ধানের শীষ। দলে দলে অসংখ্য পোকা এক রাতেই যেন সাবাড় করে দিচ্ছে পুরো ক্ষেত। প্রতিকারের ব্যবস্থা নেওয়ার আগেই বিনষ্ট হচ্ছে আক্রান্ত ক্ষেতের সব ধান। ধান আবাদে বারবার ক্ষতির মুখে পড়ে হতাশা বাড়ছে চাষিদের। তাই দেশের প্রধান এই খাদ্য উৎপাদন নির্বিঘ্ন করতে আরও কার্যকরী ব্যবস্থা গ্রহণে কৃষি কর্মকর্তাদের প্রতি দাবি জানালেন চাষিরা। ধানের জমিতে প্রয়োজনীয় কীটনাশক প্রয়োগ ও প্রযুক্তির ব্যবহার কারেন্ট পোকা ঠেকাবে বলে মনে করছেন এই কৃষি কর্মকর্তা। পোকামাকড়ের জন্য অনুকুল আবহাওয়া কারেন্ট পোকা আক্রমণের জন্য দায়ী বলে মনে করে কৃষি বিভাগ।