ধর্মকে যারা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করে তারাই পরিকল্পিত ভাবে বিভাজন তৈরি করতে চায় : কাদের

- আপডেট সময় : ০৭:১৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১
- / ১৬২২ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ধর্মকে যারা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করে তারাই পরিকল্পিত ভাবে বিভাজন তৈরি করতে চায়। আর এ জন্য তিনি সরাসরি বিএনপি ও তার দোসরদের দায়ী করেন। আর তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ইসলামকে হাতিয়ার করে রাজনৈতিক ফায়দা হাসিলকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
বুধবার সকালে নিজ বাসভবনে নিয়মিত ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় তিনি বলেন, যারা এদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি, উন্নয়ন ও সমৃদ্ধি সহ্য করতে পারছে না, তারাই জাতিকে ধর্মের নামে বিভাজিত করছে।
এদিকে সকালে রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে আয়োজিত আলোচনায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ধর্মকে ব্যবহার করে কেউ যেন অস্থিতীশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।