দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও লোডশেডিংয়ের প্রতিবাদে ময়মসিংহে জাতীয় পার্টির বিক্ষোভ
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৯:৩৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
 - / ২০৪১ বার পড়া হয়েছে
 
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় পার্টি।
সকালে মহানগর জাতীয় পার্টির উদ্যোগে নগরীর ধোপাখোলা মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহম্মেদ। এসময় জাতীয় পার্টি নেতা আবু মূসা সরকার, শফিকুল আলম তপন, ইসহাক আলী এবং মাহবুব হোসেন টিটুসহ অনেকেই উপস্থিত ছিলেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দ্রব্যমূল্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখবে।
																			
																		














