দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে বিদেশের ওপর দায় চাপিয়ে পার পাবার সুযোগ নেই : ইনু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫২:০৫ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৯২ বার পড়া হয়েছে
বাজার সিন্ডিকেটের কারসাজির কারণে নিত্যপণ্যের অত্যাধিক মুল্য বৃদ্ধি পেয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে বিদেশের ওপর দায় চাপিয়ে পার পাবার সুযোগ নেই বলে জানিয়েছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
কুষ্টিয়া শিল্পকলা একাডেমি চত্ত্বরে জাসদের খুলনা বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি একথা বলেন। ১৪ দলীয় জোট প্রসঙ্গে ইনু বলেন, একলা চলো নীতিতে চলা আওয়ামী লীগের জন্য হবে আত্মঘাতি সিদ্ধান্ত। স্বাধীনতার স্বপক্ষের শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি। এ সময় জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরিন আক্তার এমপি, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।