দ্রব্য মূল্যের দাম বেড়ে যাওয়ায় দেশের মানুষ কষ্টে আছে : বাণিজ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
- / ১৬২৩ বার পড়া হয়েছে
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, দ্রব্য মূল্যের দাম বেড়ে যাওয়ায় দেশের মানুষ কষ্টে আছে। আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় আমাদের দেশেও তার প্রভাব পড়েছে, তবে সরকার মানুষজনের কষ্ট কমানোর চেষ্টা করছে। মন্ত্রী বলেন, বেহেস্ত-দোজখ সেটাতো মানুষ মরলে হয়, জীবিত অবস্থায় হয় না।
সকালে রংপুরে এসে নগরীর সেন্ট্রাল রোডের বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমলেও ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় দেশে ভোজ্য তেলের দাম কমানো যাচ্ছে না। তিনি বলেন, বিএনপি জাতীয় পার্টির গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার আছে, কিন্তু সেটা যেন গণতান্ত্রিক হয়। এসময় রংপুর জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।