দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সারাদেশে বিএনপির বিক্ষোভ

- আপডেট সময় : ০৫:৪৩:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
দ্রব্য মূল্যের উর্দ্ধোগতির প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সহ বিভিন্ন মামলায় আটক নেতাকর্মীদের মুক্তির দাবি ও তত্বাবধায়ক সরকারের দাবি জানান বিএনপি নেতাকর্মীরা।
মাগুরায় জেলা বিএনপি’র প্রতিবাদ সমাবেশে মাইক বন্ধ করে দেয় পুলিশ। এর প্রতিবাদ করেন দলের নেতা কর্মীরা। এ সময় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পুলিশের লাঠিচার্জে ১০ নেতা কর্মী আহত হয় বলে জানান জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ। তবে লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। সকাল ১১টার দিকে বিএনপি ও এর অংগ সংগঠনের নেতা কর্মীরা শহরের সুপারমার্কেট এলাকায় জড়ো হতে থাকেন। এসময় পুলিশের বাধার মুখে সেখানে থেকে বিক্ষোভ মিছিল পুরাতন ফেরীঘাট এলাকায় পৌছে বিক্ষোভ সমাবেশ করে দলটি। এতে অংশনেয় কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতা কর্মীরা।
বিক্ষোভ মিছিল হয়েছে ফরিদপুর জেলায়। স্থানীয় কোর্ট চত্বর এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। সমাবেশ থেকে বিএনপি নেতারা দলীয় চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী করেন বক্তারা।