দ্বিতীয় মেয়াদে এমসিসি’র প্রেসিডেন্ট হচ্ছেন কুমার সাঙ্গাকারা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
টানা দ্বিতীয় মেয়াদে এমসিসি’র প্রেসিডেন্ট হচ্ছেন শ্রীলঙ্কান কিংবদন্তী কুমার সাঙ্গাকারা। করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এমসিসি।
প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৬৮ জন ব্যক্তি এমসিসি’র প্রেসিডেন্ট হয়েছেন। এই সময়ে ক্রিকেটিয় আইনের এই অবিভাবক সংস্থায় দ্বিতীয় মেয়াদে থাকাদের মধ্যে সাঙ্গাকারা হলেন চতুর্থ ব্যক্তি। আগামী ২৪ জুন বসতে চলা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের বোর্ড সদস্যদের বার্ষিক সাধারণ অধিবেশনে সাঙ্গাকারার নিয়োগ চূড়ান্ত হবে। এদিকে, প্রথমবার দায়িত্ব নেয়ার পর চলতি বছর ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে এমসিসি’র নেতৃত্ব দেন সাঙ্গাকারা। ১৯৭৩ সালের পর এটাই এমসিসি’র প্রথম পাকিস্তান সফর। উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক দলগুলোকে দেশটিতে ফের সফরের ব্যাপারে উৎসাহ দেওয়া।