দ্বিতীয় ঢেউয়ে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০২:২৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
দ্বিতীয় ঢেউয়ে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। বর্তমানে এই হার ১ দশমিক শূন্য ১ শতাংশ।
ন্যাশনাল ইন্সটিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন…নিপসম এ তথ্য জানিয়েছে। আগস্টের তুলনায় রোগটির সংক্রমণের হার সেপ্টেম্বরে শূন্য দশমিক ৩ শতাংশ বেড়েছে। আর অক্টোবরে বেড়ে একের উপরে উঠে এসেছে। সংক্রমণের হার এভাবে বাড়তে থাকলে আক্রান্ত রোগীর সংখ্যাও ক্রমশ বাড়বে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে যে ধরনের পদক্ষেপ নেয়া দরকার তা নেয়া হচ্ছে না। বাসার বাইরে মাস্ক ব্যবহারে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এখন মেনে চলছে না সাধারণ মানুষ। এছাড়া গণপরিবহন, হাট-বাজার কোথাও সংক্রমণ প্রতিরোধে ন্যূনতম দূরত্ব মানা হচ্ছে না।