দ্বিতীয় টেস্টে সোমবার মাঠে নামবে বাংলাদেশ-শ্রীলঙ্কা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৮:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
দ্বিতীয় টেস্টে সোমবার মাঠে নামবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। মিরপুরে ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়। দু’দিন বিশ্রামে থাকার পর দ্বিতীয় ও শেষ টেস্ট সামনে রেখে রোববার অনুশীলন করেছে উভয় দল।
চট্টগ্রাম টেস্ট ড্র করে ফিরেছে বাংলাদেশ। তবে ঢাকা টেস্টে অপেক্ষা করছে আরও বড় চ্যালেঞ্জ। ইনজুরি সমস্যায় সেরা একাদশ সাজাতেই হিমশিম খাচ্ছে টিম ম্যানেজমেন্ট। চট্টগ্রাম টেস্টে দারুণ বোলিং করা স্পিনার নাঈম ইসলামকে পাচ্ছে না বাংলাদেশ। সেই সাথে ইনজুরিতে ছিটকে গেছেন শরিফুল ইসলাম। আগে থেকেই ইনজুরির কারণে দলে নেই মেহেদি হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। একাদশে পরিবর্তন আসছে সেটি নিশ্চিত। এছাড়া মিরপুরের উইকেট হবে দ্বিতীয় টেস্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তারপরও ঢাকা টেস্টে লঙ্কানদের হারাতে মরিয়া দল। অন্যদিকে সফরকারীরাও প্রস্তুত চমক দেখাতে।