দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলংকাকে ৬৭ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা

- আপডেট সময় : ০৯:৩৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৮২ বার পড়া হয়েছে
দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলংকাকে ৬৭ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে সমতা এনেছে দক্ষিণ আফ্রিকা। কলম্বোতে প্রোটিয়াদের ২৮৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৯৭ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।
টস জিতে ব্যাট করতে নেমে ইয়ানেমান মালানের ব্যাটে ভালো শুরু পায় দক্ষিণ আফ্রিকা। আরেক ওপেনার এইডেন মার্করাম ২১ রান করে ফিরলেও দ্বিতীয় উইকেটে হেনড্রিক্সকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন মালান। ৫১ করে আউট হন হেনড্রিক। আর ক্যারিয়ারের ৩য় শতক তুলে মালান ফিরেন ১২১ রান করে। তাতে ৬ উইকেটে ২৮৩ রানের বড় সংগ্রহ করে প্রোটিয়ারা। বড় স্কোর তাড়া করতে নেমে যেমন সূচনা দরকার ছিল লঙ্কানদের তা হয়নি। কাগিসো রাবাদার পেসে ১৯ রান তুলতেই তিন উইকেট হারায় শ্রীলঙ্কা। মিডল অর্ডারে আসালাঙ্কার ৭৭, দাসুন সানাকার ৩০ আর চামিকা করুনারত্নের ৩৬ রানের ইনিংস ছাড়া কেউ সফল হতে না পারেননি। পাঁচ উইকেট নেন শামসি। মঙ্গলবার সিরিজ নির্ধারনী তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল।