দ্বিতীয় ওয়ানডেতে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতলো সফরকারীরা।
রটারডামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে পাকিস্তানের বোলারদের তোপের মুখে পরে নেদারল্যান্ডস। ৮ রানে হারায় ৩ উইকেট। পরে আসা যাওয়ার মিছিলে ৪৪ ওভার ১ বলে সব কয়টি উইকেট হারিয়ে ১৮৬ রান তুলতে সক্ষম হয় ডাচরা। সর্বোচ্চ ৮৯ রান করেন বাস ডি লিড। ৬৬ রান আসে টম কুপারের ব্যাট থেকে। জবাবে ব্যট করতে নেমে ১১ রানে দুই ওপেনার ফখর জামান ও ইমাম উল হককে হারিয়ে বিপদে পড়েছিল পাকিস্তান। তবে বাবর আজমের ৫৭ আর পরে মোহাম্মদ রিজওয়ান ও আঘা সালমানের হাফসেঞ্চুরিতে সহজ জয় তুলে নেয় সফরকারীরা। রিজওয়ান আর সালমান গড়েন ৯২ রানের অবিচ্ছিন্ন জুটি। রিজওয়ান ৬৯ আর আঘা ৫০ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের হয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন মোহাম্মদ নওয়জ।

























