দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে আয়ারল্যান্ড উলভস
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৯:০২ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
চার দিনের ম্যাচের দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে আয়ারল্যান্ড উলভস। ৪ উইকেটে ৩৫ রান সংগ্রহ সফরকারীদের। দ্বিতীয় দিন শেষে ১২৭ রানে পিছিয়ে আয়ারল্যান্ড।
এর আগে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৩১৩ রানে অলআউট হয় বাংলাদেশ ইমার্জিং দল। ১ উইকেটে ৮১ রান নিয়ে দিনের খেলা শুরু করে স্বাগতিকরা। রান পেয়েছেন টপ অর্ডারের সবাই। সর্বোচ্চ ৯২ রান করেন ইয়াসির আলী রাব্বি। এছাড়া অধিনায়ক সাইফ হাসানের ৪০ আর মাহমুদুল হাসানের অবদান ৪২ রান। ১৬২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। তানভির ইসলামের বোলিং তোপে বিপাকে সফরকারীরা। তিন উইকেট নেন তানভির। প্রথম ইনিংসে আয়ারল্যান্ড উলভসের সংগ্রহ ১৫১ রান।























