দৈনিক জনকণ্ঠের প্রকাশক, সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ আর নেই

- আপডেট সময় : ০১:১৬:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
দৈনিক জনকণ্ঠের প্রকাশক, সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ আর নেই, ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন..
সোমবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। এসময় তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। সোমবার ভোরে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। বিদেশে থাকা এক ছেলে ফেরার পর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে বলে তার পারিবারের পক্ষ থেকে জানানো হয়। ১৯৯৩ সালে তার মালিকানাধীন দৈনিক জনকণ্ঠ প্রকাশনা শুরু হয়। এই দৈনিকের মাধ্যমেই আধুনিক সংবাদপত্র এবং সাংবাদিকতায় এক অসাধারণ বিল্পব আনেন তিনি। একই সময়ে তিনি প্রতিষ্ঠা করেন গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবার।বীর মুক্তিযোদ্ধা আতিকউল্লাহ খান মাসুদ ১৯৫১ সালের ২৯শে আগস্ট মুন্সীগঞ্জ জেলার মেদিনী মন্ডল গ্রামে জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে তরুণ আতিকউল্লাহ খান মাসুদ ২ নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন।