দেশের ১৬টি উপজেলায় ১০৪টি প্রাথমিক বিদ্যালয়ে চালু করা হচ্ছে

- আপডেট সময় : ০৬:৪১:২৩ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের চরাঞ্চলবেষ্টিত জনপদ রৌমারী ও রাজিবপুর উপজেলায় শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও পুষ্টি নিশ্চিত করতে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিলের উদ্বোধন করা হয়েছে। পাইলট প্রোগাম হিসেবে দেশের ১৬টি উপজেলায় ১০৪টি প্রাথমিক বিদ্যালয়ে চালু করা হচ্ছে এই কর্মসূচি।
কুড়িগ্রামের চরাঞ্চলবেষ্টিত জনপদ রৌমারী ও রাজিবপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে পড়াশোনা করছে দরিদ্র পরিবারের অনেক শিশু। এসব এলাকায় সন্তানদের খাবারের ব্যাপারে তেমন যত্নবান নন দরিদ্র পরিবারের এসব অভিভাবকরা।এতে করে পেটে ক্ষুধা নিয়ে ক্লাসে অমনোযোগী, ঝড়ে পড়া ও অনুপস্থিতির হাড় বেড়ে যায়। এমন বাস্তবতায় সরকার শিশুদের জন্য স্কুল ফিডিং কর্মসূচীর আওতায় বিস্কুটের ব্যবস্থাও করেছিল।তবে এবার এসব এলাকার শিক্ষার্থীদের জন্য চালু করা হলো দুপুরের টিফিনে খিচুরী খাওয়ানো কর্মসূচী। আর এতে খুশি বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা।
প্রাথমিকের শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে বিভিন্ন কর্মসূচীর কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব। ভবিষ্যতে সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে স্কুলমিল চালু করার কথা জানালেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। স্কুল মিল চালুর ফলে নিয়মিত শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত,পুষ্টির চাহিদা পূরণসহ, লেখাপড়ার মনোযোগী হতে পারবে শিশু শিক্ষার্থীরা।