দেশের ১২ জেলার ৭০টি উপজেলা এখন বন্যা কবলিত : দুর্যোগ প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৮:১৭:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
- / ১৬০২ বার পড়া হয়েছে
সিলেট জেলার ৬০ এবং সুনামগঞ্জের ৯০ শতাংশ এলাকা তলিয়ে যাওয়ায় ৪০ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এরই মধ্যে এক লাখ মানুষকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে আনা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। দুপুরে সচিবালয়ে এসব তথ্য জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, সিলেট-সুনামগঞ্জসহ দেশের ১২ জেলার ৭০টি উপজেলা এখন বন্যা কবলিত। বন্যায় এক এসএসসি পরীক্ষার্থীসহ দু’জনের মৃত্যু হয়েছে বলেও জানান ডা.এনামুর রহমান।
কয়েকদিনের টানা বৃষ্টি আর বানের পানিতে ভাসছে সিলেট ও সুনামগঞ্জ। সীমাহীন দুর্ভোগে বন্যাকবলিত লাখ লাখ মানুষ।
সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি বন্যা মোকাবিলায় কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, কোষ্টগার্ড ও বিজিবি সদস্যরা।
সচিবালয়ের নিজ দপ্তরে সিলেট, সুনামগঞ্জসহ দেশের সার্বিক বন্যা পরিস্থিতির চিত্র তুলে ধরেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। জানান, সিলেটের বন্যার সামান্য উন্নতি হলেও এখনও অপরিবর্তিত রয়েছে সুনামগঞ্জের পরিস্থিতি।
দেশের মধ্যাঞ্চলে বন্যার আভাস দিয়ে তিনি জানান, তবে সিলেট ও উত্তরাঞ্চলের উন্নতি ঘটবে।
প্রধানমন্ত্রীর বিভিন্ন নির্দেশনার কথাও তুলে ধরে পরিস্থিতি মোকাবিলায় সবধরনের প্রস্তুতি রয়েছে বলেও জানান, ডা. এনামুর রহমান।


















