দেশের স্বার্থ সংরক্ষণে কুটনীতিকদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

- আপডেট সময় : ০৮:১৮:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
দেশের স্বার্থ সংরক্ষণে কুটনীতিকদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমবারের মতো ‘বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ পদক’ প্রদান অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। মানবাধিকার ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান প্রত্যাশা করেন তিনি। পরে ইয়ুথ বাংলা এওয়ার্ড অনুষ্ঠানে তরুনদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বুকে বাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখতে হবে।
দেশে-বিদেশে কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য বঙ্গবন্ধু এ্যওয়ার্ড ফর ডিপ্লোমেটিক এক্সিলেন্স পদক পেলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম এফেয়ার্স ইউনিটের সচিব মোহাম্মদ খুরশিদ আলম ও বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আল মেহেরি।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে “শেখ হাসিনাঃ বিমুগ্ধ বিষ্ময়” শিরোনামে বই এর মোড়ক উন্মোচন করা হয়।
এসময় প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার মর্যাদা সমুন্নত রাখতে বাংলাদেশকে আরও এগিয়ে যেতে হবে।
পরিবর্তনশীল বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের স্বার্থ সংরক্ষণে কূটনৈতিকদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান সরকার প্রধান।
এরপর, জয়বাংলা ইয়ুথ এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বলেন, তরুন সমাজকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে তরুনদেরকে বিজ্ঞান ও প্রযুক্তিখাতে যুক্ত হবার আহ্বান জানান প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।