দেশের সমৃদ্ধি অর্জনে সমুদ্র সম্পদ কাজে লাগাতে চায় সরকার : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৬:৪৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
- / ২১১৬ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে আয়োজিত টেরিটোরিয়াল ওয়াটারস অ্যান্ড মেরিটাইম জোন অ্যাক্টের সুবর্ণ জয়ন্তীতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, বঙ্গোপসাগর ও ভারতীয় মহাসাগর যেন সংঘাতপূর্ণ না হয় বরং শান্তিপূর্ণ বাণিজ্য চলমান থাকে সে ব্যবস্থা নিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, দেশের সমৃদ্ধি অর্জনে সমুদ্র সম্পদ কাজে লাগাতে চায় সরকার।
১৯৭৪ সালে বঙ্গবন্ধু প্রনীত টেরিটোরিয়াল ওয়াটারস অ্যান্ড মেরিটাইম জোন অ্যাক্ট’র সুবর্ণজয়ন্তী। ঐতিহাসিক সে ক্ষণ উদযাপনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নৌবাহিনী আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে, প্রধানমন্ত্রী বলেন, সুনীল অর্থনীতির বাস্তবায়নে কাজ করছে সরকার। জানান, শান্তিপূর্ণ সমুদ্র সৈকতের পথ হিসেবেই থাকবে বঙ্গোপসাগর, যা প্রত্যাশা বাংলাদেশের।
সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশীদের বিনিয়োগের আহবান জানান শেখ হাসিনা। বলেন, এই সম্পদ সুষ্ঠুভাবে ব্যবহার করাই সরকারের লক্ষ্য। শান্তির পক্ষে বাংলাদেশের অবস্থান পূনর্ব্যক্ত করেন শেখ হাসিনা।















