দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে সংঘাত তৈরির বক্তব্য অনেকেই দিচ্ছে : শেখ হাসিনা

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৮:২৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
- / ১৭৩৬ বার পড়া হয়েছে
দেশ ও সরকারবিরোধী ষড়যন্ত্র যখন ব্যর্থ হয়, দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে সংঘাত তৈরির বক্তব্য অনেকেই দিচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে মন্ত্রিসভার বৈঠকে তিনি এ কথা বলেন। সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। তিনি আরো বলেন, বৈশ্বিক মহামারী ও অর্থনৈতিক মন্দার মাঝেও দেশে একটি ভালো পরিবেশ বিরাজ করছে। কিন্তু, এটি নষ্ট করতে কেউ কেউ সংঘাত সৃষ্টি করতে বক্তব্য দিচ্ছে। আইন শৃংক্ষলারক্ষাবাহিনী তাদেরকে প্রচলিত আইনে আটক করছে। এক্ষেত্রে বাক স্বাধীনতা হরন করার অভিযোগের ভিত্তি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সরকার প্রধান বলেন, বাংলাদেশ সব বাধা পেরিয়ে এগিয়ে যাচ্ছে তা অনেকের ভালো লাগছে না। তারপরও বাংলাদেশ উন্নয়নের পথে যাত্রা অব্যাহত রাখবে বলেও দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন শেখ হাসিনা।