দেশের রফতানি ও ভাবমূর্তি বাড়াতে পিআর ফার্মের মাধ্যমে লবিং করছে সরকার : তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
- / ১৬০৪ বার পড়া হয়েছে
দেশের রফতানি ও ভাবমূর্তি বাড়াতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ সরকারও পিআর ফার্মের মাধ্যমে লবিং করছে বলে জানান,তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। কিন্তু, বিএনপি দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাতে অবৈধ টাকায় লবিস্ট নিয়োগ করেছেন বলে অভিযোগ করেন তিনি।
দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি আরও বলেন, নির্বাচন কমিশন গঠনে আইনের খসড়া না পড়েই অন্তঃসারশূন্য মন্তব্য করছে বিএনপি নেতারা। এই সরকারের মাধ্যমে গঠিত নির্বাচন কমিশনের অধীনে তারা কোনও নির্বাচনে যাবে না। অর্থাৎ, নির্বাচন যেভাবেই হোক তারা না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বসে আছেন। তিনি বলেন, যে কোনও ভালো উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করাই বিএনপি’র উদ্দেশ্য।


















