দেশের মানুষের মুক্তির জন্য সরকার পতনের কোন বিকল্প নেই : ফখরুল

- আপডেট সময় : ০২:৩২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২
- / ১৬২০ বার পড়া হয়েছে
মানুষ আগ্নেয়গিরির মতো ফুসে উঠেছে , ক্ষমতাসীনদের খেলা হবে জাতীয় কথায় কান না দেয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আগামী দিনে কঠোর আন্দোলন হবে। সে আন্দোলনে সরকারের পতন হবে।
সকালে জাতীয় প্রেসক্লাবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন,
নির্যাতিত নিপীড়িত মানুষের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন মাওলানা ভাসানী। তিনি বলেন,রাজনীতিতে এখন নষ্ট সময় চলছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা চেষ্টা করছে বিএনপি। বিএনপির লক্ষ্যে পৌছাতে যাতে কারো সাথে আপোষ করা হবেনা বলেও জানান তিনি। বিএনপি নেতাকর্মীদের ত্যাগ স্বীকার করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। জাতির অস্তিত্ব রক্ষা করা। আবার নতুন করে দেশের অস্তিত্বকে তৈরি করতে হবে। যে যত কথাই বলুক এবার বিজয় অর্জন করতে হবে এর কোন বিকল্প নেই।