দেশের মানুষের মাঝে নয় নয়, বরং অশান্তি বিরাজ করছে বিএনপি নেতাকর্মীদের মাঝেই : কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৯:২৩ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
দেশের মানুষের মাঝে নয় নয়, বরং অশান্তি বিরাজ করছে বিএনপি নেতাকর্মীদের মাঝেই। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন তিনি। জানান, বিএনপি ক্ষমতার লোভে চরম অশান্তিতে রাজনৈতিক সিদ্ধান্তহীনতায় রয়েছে। অন্য রাজনৈতিক দলগুলোর সাথে বিএনপির ঐক্যের কথা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন এলে বাঘা বাঘা নেতাদের নিয়ে তাদের ঐক্য দেশবাসী দেখেছে। আওয়ামী লীগ এসবকে ভয় পায় না। আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয় উল্লেখ করে তিনি আরও বলেন, এদেশে প্রতিহিংসার রাজনীতির চর্চা করছে বিএনপি। আওয়ামী লীগ জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতিতে বিশ্বাসী- উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, সাম্প্রদায়িক অপশক্তি আর ধর্মের উপর ভর করে ক্ষমতায় যেতে চায় বিএনপি।