দেশের বিরুদ্ধে অপপ্রচার নিয়ে সতর্ক থাকার আহবান প্রধানমন্ত্রীর

- আপডেট সময় : ০৮:৪৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে গুম-খুনের সংস্কৃতি চালু করেছিল জিয়াউর রহমান। ভোট কারচুপিও শুরু হয় তাঁর হাত ধরেই। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবসের স্মরণ সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে বিএনপির আহ্লাদের শেষ নেই বলেও মন্তব্য করেন সরকার প্রধান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এই স্মরণ সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি ছিলেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আলোচনায় অংশ নিয়ে পচাত্তরের ১৫ আগস্টের স্মৃতিচারণ করেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এ সময় দেশের মানবাধিকার নিয়ে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন তিনি।
দেশে গণতন্ত্র ও গুম খুন নিয়ে বিএনপির বিভিন্ন অভিযোগের বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। অভিযোগ করেন, দেশের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র করছে ১৫ আগস্টের খুনি ও তাদের স্বজনরা।
বিএনপির শাসনামলে ‘বিদ্যুৎ-পানির সংকট এবং সন্ত্রাস, দুর্নীতি আর জনদুর্ভোগের বিষয় তুলে ধরে তাদের আন্দোলন প্রসঙ্গেও কথা বলেন সরকারপ্রধান।
বর্তামান বিশ্বপরিস্থিতিতে দেশে খাদ্য উৎপাদন বাড়াতে আবারও তাগিদ দিয়ে বিদেশে অপপ্রচারকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।