বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ১৭৯ জনের মৃত্যু

- আপডেট সময় : ১১:৫৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে একদিনে মারা গেছে আরো ১৩৯ জন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১০ জন ও উপসর্গে ১১ জন মারা যায়।
একদিনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্তে ৫ জন এবং করোনার উপসর্গ নিয়ে ১৪ জন মারা যায়।
গেল ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে আরো ১৮ জন মারা গেছেন।
খুলনার ৫টি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।
কুষ্টিয়ায় ১৯ জন মৃত্যু বরন করেছে। এর মধ্যে ১৫ জন করোনায় এবং ৪ জন্য উপসর্গে মারা যান।
এছাড়া , পটুয়াখালীতে ২ জন, দিনাজপুরে ২ জন, নেত্রকোনায় ৩ জন, ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে ৪ জন, ফেনীতে ৬ জন, চুয়াডাঙ্গায় ৭ জন, সাতক্ষীরায় ৭জন, কুমিল্লায় ১০, বরিশালে ১৬ জন মারা গেছেজন।