দেশের প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পাশাপাশি সারাদেশে যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলা হবে

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার কারণে এ বছর পরীক্ষা নেয়া সম্ভব হচ্ছে না। তাই প্রমোশন দিয়ে শিক্ষার্থীদের পরের শ্রেণিতে পড়াশোনা শুরু করার ব্যবস্থা নিতে হবে।
সকালে ইটনা-মিঠামইন অষ্টগ্রাম অলওয়েদার সড়ক উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত ভার্চুয়াল পাঠে শিক্ষার্থীদের মনোযোগী হওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। তিনি আরো বলেন, উচ্চশিক্ষা গ্রহনের সুবিধার্থে দেশের প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পাশাপাশি সারাদেশে যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলা হবে। এছাড়া হাওর এলাকায় কৃষির পাশাপাশি উৎপাদন বহুমুখী করতে মৎস্য ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।