দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক চেহারা পাল্টে যাবে: অর্থমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
পদ্মা সেতু তৈরী হবার পর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক চেহারা পাল্টে যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল।
দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। অর্থমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের ৬১ ভাগ মানুষ কর্মক্ষম জনগোষ্ঠী। যারা এখন লেখাপড়া করেছে সরকার তাদের প্রশিক্ষণ দিয়ে চাকুরি পাওয়ার ব্যবস্থা করবে। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা প্রশাসক শাহিদা সুলতানা, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।