দেশের ছয় জেলায় নির্বাচনী জনসভায় আজ বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
- / ১৮২৩ বার পড়া হয়েছে
দেশের ছয় জেলায় নির্বাচনী জনসভায় আজ বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, বরগুনা, রাঙ্গামাটি ও নেত্রকোণায় শুরু হবে দলের প্রচারণা।
বিকেল ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন তিনি। কর্মসূচিতে থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এবং সংশ্লিষ্ট জেলাগুলোর নির্বাচনী এলাকাসমূহের মনোনীত প্রার্থীরা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ২৯ ডিসেম্বর বরিশাল যাবেন। এছাড়া ৩০ ডিসেম্বর গোপালগঞ্জ-৩ নির্বাচনী এলাকায় এবং মাদারীপুর-৩ নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। এর আগে বৃহস্পতিবার পাঁচ জেলায় ভার্চুয়ালি জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। সিলেটে হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের পর গেলো বুধবার থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছে আওয়ামী লীগ।