দেশের উন্নয়নে বাধা দিলে কাউকে ছাড় দেয়া হবে না : ময়মনসিংহ স্বেচ্ছাসেবক লীগে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩১:১৯ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
দেশের উন্নয়নে বাধা দিলে কাউকে ছাড় দেয়া হবে না জানিয়েছে ময়মনসিংহে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
সকালে নগরীর জোবেদা কমিউনিটি সেন্টারে জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এই বর্ধিত সভায় তারা এসব কথা জানান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু। এসময় সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ, সিটি মেয়র ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট নূরুজ্জামান খোকনসহ বিভিন্ন পরযায়ের নেতাকর্মীরা।



















