দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বিএনপি বারবার বাধাগ্রস্ত করেছে

- আপডেট সময় : ১২:১৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বিএনপি বারবার বাধাগ্রস্ত করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন কি সমুদ্রসীমার অধিকারের দাবী আদায়ে ৭৫ পরবর্তী জিয়া-এরশাদ-খালেদা সরকার নিশ্চুপ ছিল উল্লেখ করে সরকার প্রধান বলেন, ৯৬ সালে এর প্রথম দাবী জানায় আওয়ামী লীগ।
শনিবার সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্ব খাদ্য দিবস-২০২১ উদযাপন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি আরো বলেন, কৃষিতে ভর্তুকি দিতে অনেক আন্তর্জাতিক সংস্থার নিষেধ ছিলো। কিন্তু সেসব উপদেশ না শুনে সব সময়ই কৃষিতে প্রয়োজনীয় ভর্তুকি দিয়ে এসেছে সরকার। বিশ্ব খাদ্য দিবসে এবারের প্রতিপাদ্য ‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ-ভালো উৎপাদনে ভালো পুষ্টি, আর ভালো পরিবেশেই উন্নত জীবন’। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার স্বপ্নের ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সব প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে আওয়ামী লীগ সরকার।