দেশের উত্তরের জেলাগুলোসহ অনেক জায়গায় জেঁকে বসেছে শীত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
- / ১৬৯৭ বার পড়া হয়েছে
দেশের উত্তরের জেলাগুলোসহ অনেক জায়গায় জেঁকে বসেছে শীত।
সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকায় ব্যাহত হচ্ছে যান চলাচল। ঘটছে ছোট বড় দুর্ঘটনা। তবে রাতে তীব্র শীত আর দিনে গরম থাকায় বাড়ছে রোগ বালাই। গতকাল শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। তবে রাজধানীতে এখনো সেই আঁচ পাওয়া যায়নি। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, ডিসেম্বরের মাঝামাঝি সময়ে দেশে ১ থেকে দুইটি বড় ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তরের বাতাস তীব্র না হওয়াতে রাতের বেলা শীত অনুভূত হলেও এখনো দিনের বেলা সূর্যের তাপের কারণে কম অনুভূত হচ্ছে। তবে ডিসেম্বর মাসে শীতের তীব্রতা বাড়বে এবং এক বা একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।



















