দেশের উত্তরাঞ্চলসহ অনেক জায়গায় চলছে মাঝারি শৈত্যপ্রবাহ

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
রাজধানীতে শীতের প্রকোপ বেশি না হলেও দেশের উত্তরাঞ্চলসহ অনেক জায়গায় চলছে মাঝারি শৈত্যপ্রবাহ। ঠাণ্ডার কারণে হাসপাতালে শিশুবৃদ্ধসহ রোগীর সংখ্যা বাড়ছে।
চলতি মাসে এই শৈত্যপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজশাহী, কুড়িগ্রাম ও এর আশেপাশের জেলাগুলোতে কয়েক দিন ধরে দেশের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ বইছে। এ অবস্থা আরও দুই দিন থাকতে পারে। দুপুর পর্যন্ত ঘন কুয়াশার পড়ার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। পঞ্চগড়ে তীব্র শীত ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। এই জেলায় বইতে শুরু করেছে হিমেল হাওয়া। ঠাণ্ডার প্রকোপ বেড়ে যাওয়ায় বিভিন্ন জেলায় বাড়ছে রোগীর সংখ্যা। ফলে হাসপাতালেও রোগীর সংখ্যা বেড়ে গেছে।